শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মানিকগঞ্জের ৭ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ৬:২৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আওয়ামী লীগের সাতজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদের কার্যনির্বাহী পদসহ সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মো. ওবায়দুর রহমান (বলধারা ইউনিয়ন), আফজাল হোসেন (চান্দহর ইউনিয়ন), আবুল হোসেন (জার্মিত্তা ইউনিয়ন), বোরহান উদ্দিন ফকির (জয়মন্টপ ইউনিয়ন), মিজানুর রহমান ও তারিকুল ইসলাম (জামশা ইউনিয়ন) ও আব্দুল হালিম (শায়েস্তা ইউনিয়ন)। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বায়রা ইউনিয়নে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্য ১০টি ইউনিয়নে বেশিরভাগ ক্ষেত্রেই বিদ্রোহী প্রার্থী রয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন