মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শেয়ারবাজারে বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের পর গতকাল মূল্যসূচকে বড় উত্থান হয়েছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। টানা দুই কার্যদিবস বড় দরপতনের পর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়।

গতকাল শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় প্রথম আধাঘণ্টার লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ৬০ পয়েন্ট বেড়ে যায়। শুরুতে দেখা দেয়া এই বড় উত্থানের প্রবণতা লেনদেনের শেষদিকেও দেখা যায়। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে উঠে আসে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে সপ্তাহের প্রথম দুই কার্যদিবস বড় দরপতন হওয়ায় ডিএসইর প্রধান সূচক ১০০ পয়েন্টের ওপরে পড়ে যায়। অবশ্য অক্টোবরের শুরু থেকেই মন্দার মধ্যে রয়েছে শেয়ারবাজার। টানা পতনের মধ্যে থাকায় এক মাসের মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক ৫৫৫ পয়েন্ট কমে যায়। আর দুই হাজার কোটি টাকার ওপরে থাকা লেনদেন এক হাজার কোটি টাকায় নেমে আসে।
এ পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সূচকের বড় উত্থান হলেও লেনদেন খরা অব্যাহত রয়েছে। গতকাল বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬৭ কোটি ৩৮ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৫৯ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জিনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং আলিফ ম্যানুফেকচারিং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৫টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন