বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার জাতিসংঘের ৭২ জন গাড়িচালককে আটক করল ইথিওপিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১১:২২ এএম

এবার জাতিসংঘের হয়ে কাজ করা ৭২ জন গাড়িচালককে আটক করেছে ইথিওপিয়া কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। এর একদিন আগে জাতিসংঘের ২২ কর্মীকে আটকের এমন ঘটনা ঘটে।
জাতিসংঘ মুখপাত্র জানান, আফার প্রদেশের রাজধানীতে চালানো হয় এ ধরপাকড়। বিদ্রোহী অধ্যুষিত টাইগ্রের সাথে যোগাযোগের একমাত্র পথ অঞ্চলটি। তবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। আটককৃতদের মুক্তির ব্যাপারে সরাসরি ইথিওপিয়া সরকারের সাথে যোগাযোগের কথা জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র।
এদিকে, ইথিওপিয়ায় গণগ্রেফতার নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার কমিশন। আর, দেশটিতে বিদ্যমান অভ্যন্তরীণ গোলযোগের সুযোগে রাজধানী আদ্দিস আবাবার আরও কাছাকাছি চলে এসেছে টাইগ্রের বিদ্রোহীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন