মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রিমিয়ার হকিতে জাপানি আম্পায়ার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৭:৪৬ পিএম

দেশের হকিতে বড় দলগুলোর খেলা মানেই উত্তেজনা। এই উত্তেজনা এতোটাই থাকে যে শেষ পর্যন্ত হাতাহাতির ঘটনাও ঘটে। তাই প্রিমিয়ার লিগের খেলা নির্ভূল করতে বিদেশি আম্পায়ারের উপরেই নির্ভরশীল হন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কর্মকর্তারা। তিন বছর আগে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মোহামেডান ও ঢাকা মেরিনার ইয়াংষ ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। শুক্রবার ফের সেই উত্তেজনা ফিরে আসছে। প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে এ দুই বড় দল। বিকাল তিনটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে মোহামেডান-মেরিনার ম্যাচটি। তাই তাই ঝুকি কমাতে জাপানি আম্পায়র শিগেকি কাদামাকে টার্ফে নামাবে বাহফে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘বিগত সময়ে বিদেশি আম্পায়াররাই সুপার লিগে খেলা পরিচালনা করতেন। এবার শুরু থেকেই বিদেশি আম্পায়ার রেেছন। সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এজন্য জাপান থেকে আজ (গতকাল) আরো একজন আম্পায়ার এনেছি আমরা। মেরিনার-মোহামেডানের ম্যাচ তারই পরিচালনা করার সম্ভাবনা বেশি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন