শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আদালতকে বিভ্রান্ত করার জন্য ক্ষমা চেয়েছেন মেগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

হলিউড অভিনেত্রী ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল জীবনী লেখকদের সঙ্গে তার সহযোগীর তথ্য আদান-প্রদান নিয়ে আদালতকে বিভ্রান্ত করার জন্য আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি একজন সিনিয়র সহকারীকে তার সম্পর্কে জীবনী লেখকদের সংক্ষিপ্ত করতে বলেছিলেন। মেগানের প্রাক্তন মুখপাত্র ফাইন্ডিং ফ্রিডম-এর লেখকদের তথ্য সরবরাহ করার পর একটি আপিল শোনার পর তিনি ইচ্ছাকৃতভাবে হাইকোর্টকে বিভ্রান্ত করার বিষয়টি অস্বীকার করেছিলেন। জেসন নাউফ আদালতকে জানান, মেগান তাদের সাথে শেয়ার করার জন্য কিছু ব্যাপার বলেছিলেন। অ্যাসোসিয়েটেড নিউজপেপারস তার বাবার কাছে ডাচেসের একটি চিঠি প্রকাশের রায়ের বিরুদ্ধে আপিল করছে। ৪০ বছর বয়সী বছর বয়সী মেগান এই বছরের শুরুতে সানডে মেলের প্রকাশকের বিরুদ্ধে মামলা জিতেছিল। অ্যাসোসিয়েটেড নিউজপেপারের আইনী দল আপিল আদালতে এই রায়টিকে বাতিল করতে চাইছে। বুধবার নতুন প্রমাণে, দম্পতির প্রাক্তন যোগাযোগ সচিব নাউফ বলেছেন যে বইটি নিয়মিত ভিত্তিতে আলোচনা করা হয়েছিল এবং ব্যক্তিগতভাবে এবং ইমেলের মাধ্যমে একাধিকবার মেগানের সাথে সরাসরি আলোচনা করা হয়েছিল। নৌফ এর প্রমাণের মধ্যে মেগানের সঙ্গে ইমেলগুলোও অন্তর্ভুক্ত ছিল, লেখকদের সাথে প্রস্তাবিত বৈঠক এবং প্রিন্স হ্যারি এবং মেগানের যেকোন জড়িত থাকার বিষয়টি গোপন করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছিল। আদালতে একটি সাক্ষীর বিবৃতিতে মেগান বলেছিলেন যে তিনি তিনি জানতেন যে তার সহকারী বইটির লেখকদের তথ্য সরবরাহ করেছিলেন। তবে তিনি কতটুকু তথ্য তাদের জানিয়েছিল সেটা মেগান জানেন না। মেগান বলেন, বিবাদী বা আদালতকে বিভ্রান্ত করার কোন ইচ্ছা বা উদ্দেশ্য আমার ছিল না। তিনি নাউফের সাথে আদান-প্রদানের কথা উল্লেখ করতে বেশি খুশি হতেন যদি তিনি সেই সময়ে তাদের সম্পর্কে অবগত থাকতেন। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন