শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারে মার্কিন সাংবাদিক ড্যানির ১১ বছরের কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত। অভিবাসন আইন লংঘন, সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করা এবং বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে শুক্রবার দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ড্যানির আইনজীবী থান জাও অং। ৩৭ বছর বয়সী সাংবাদিক ড্যানি ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন। গত মে মাসে দেশ ছাড়ার সময় ইয়াঙ্গুন বিমানবন্দর তাকে আটক করে জান্তা সরকার। এরপর থেকেই কারাগারে বন্দি রয়েছেন তিনি। ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রধান সম্পাদক টমাস কিন নিন্দা জানিয়ে বলেন, এই অভিযোগে তাকে সাজা দেয়ার কোনও ভিত্তি নেই। এই রায়ে ফ্রন্টিয়ারের প্রত্যেকে খুবই হতাশ। আমরা শুধু ড্যানিকে মুক্ত দেখতে চাই। সে যেন তার পরিবারের কাছে দ্রুত ফিরতে পারে। তবে এই রায় নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ক্রাইসিস গ্রুপ মিয়ানমারের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হরসি এই শাস্তিকে ‘আপত্তিকর’ বলে বর্ণনা করেছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন