শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৌলতখানে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ টিতে নৌকা ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

দৌলতখান(ভোলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৮:০১ পিএম

ভোলার দৌলখানে দ্বিতীয় ধাপের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ ইউপিতে নৌকা মার্কার প্রার্থী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। গত শুক্রবার(১১ নভেম্বর) দৌলতখান উপজেলায় শান্তিপূর্ণভাবে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটানা ভোটগ্রহণ চলে। ৭ টি ইউনিয়নের মধ্যে চরখলিফা ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম)এ ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা। বাকি ৬টি ইউনয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট কেন্দ্রে ইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কয়েকটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে কয়েকজন অাটক হয়েছে। নির্বাচনে উপজেলার মদনপুর ইউনিয়নে একেএম নাছির উদ্দিন নান্নু, (নৌকা) মেদুয়া ইউনিয়নে মনজুর আলম (প্রতীক নৌকা), চরপাতা ইউনিয়নে কাজল ইসলাম তালুকদার(নৌকা), উত্তর জয়নগর ইউনিয়নে বশির আহমেদ (নৌকা), দক্ষিণ জয়নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান বাচ্চু(আনারস), ভবানীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন(চশমা) নির্বাচিত হয়েছেন। এর আগে চরখলিফা ইউনিয়নে নৌকার প্রার্থী সামীম হোসেন অমি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।
মিজানুর রহমান
দৌলতখান উপজেলা সংবাদদাতা
তারিখ-১২-১১-২১

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন