বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খাগড়াছড়িতে চুলার আগুনে বাড়ি পুড়ে ছাই

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১০:০৮ পিএম

বিধবা মহিলা ম্রাসাং মারমা’র বাড়ি আগুনে পুড়ে ছাই। সূত্রে জানান ১১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ম্রাসাং মারমা বলেন,গায়ের কাপড় ছাড়া আমার আর কোন কিছুই রইল না পরিবারের ৩ সদস্যদের নিয়ে কোথায় যাবো। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, বড় ছেলে বড় ডলু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ম্রাসাং মারমা মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়ন ৬নং ওয়ার্ডে রেংগাপাড়া গ্রামের বাসিন্দা । যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্রাঞ্চের দল নেতা থোয়াইঅংপ্রু মারমা জানান, খরব পেয়ে উপজেলার যুব রেড ক্রিসেন্টের একটি টিম ওখানে গেলে প্রত্যন্ত অঞ্চল ও বাঁশের তৈরি বাড়ি হওয়ায় এলাকাবাসী পৌঁছার আগেই সমস্ত বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। উদ্ধার করা যায়নি ঘরে থাকা হাঁস-মুরগীসহ বিভিন্ন আসবাব পত্র।

এলাকাবাসী, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্ট সদস্যরা তাৎক্ষণিক খাবার ও বস্ত্রের ব্যবস্থা করেন। ৬ নং ওয়ার্ডে মেম্বার মো. জাহাঙ্গীর বলেন,খরব পাওয়ার পরপরই তিনি ছুটে যান ঘটনাস্থলে। কিন্তু কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। যানা গেছে, রান্না চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন