বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাটমোহরে এক সংঘর্ষে নারীসহ আহত ১০

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৮:৫৯ এএম

পাবনার চাটমোহরে জমি নিয়ে এক সংঘর্ষে নারীসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, চিনাভাতকুর গ্রামের মৃত ইরাদ আলী দুই ছেলে খলিল হোসেন ও হযরত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে উভয়ের মধ্যে শুক্রবার সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হযরত গং খলিল গংদের উপর হামলা করে। তাদের চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে। গুরুতর আহত ৭ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, খলিল হোসেনের ছেলে মোস্তফা (৩৫), মফিজ উদ্দিন (৩০), আব্দুল মতিন (৪২), মৃত শীতল প্রামানিকের ছেলে সাইদুল ইসলাম (৫০), সাইদুল ইসলামের ছেলে ভোলা প্রাং (৩২), মৃত ইরাদ আলীর ছেলে হযরত আলী (৬০) এবং ভোলা প্রামানিকের স্ত্রী খুশি খাতুন (২০)। সকলে বাড়ি চিনাভাতকুর গ্রামে। আহতরা একে অপরের আত্মীয়। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন