শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সাফকো স্পিনিংয়ের বিরুদ্ধে বিএসইসির সতর্কপত্র

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাইট শেয়ারের আবেদনে অনিয়ম করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সাফকো স্পিনিং মিলস লিমিটেড। এ কারণে সাফকো স্পিনিং ও এর নিরীক্ষককের বিরুদ্ধে সতর্কপত্র ইস্যু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল অনুষ্ঠিত বিএসইসির ৫৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নিবাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফকো স্পিনিং মিলস লিমিটেড কমিশনে তাদের দাখিলকৃত রাইট শেয়ারের আবেদনের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এ অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদান করেছে। যার মাধ্যমে কোম্পানিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬-এর ৩ (ই)-এর লংঘন করেছে। উল্লেখিত সিকিউরিটিজ আইন ভঙের জন্য কমিশন, সাফকো স্পিনিং মিলস লিমিটেডকে এবং উক্ত কোম্পানির নিরীক্ষক মালেক সিদ্দিকি ওয়ালি চার্টার্ড অ্যাকাউন্টসকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Ñওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন