বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের সহায়তায় ভারতীয় গম যাচ্ছে আফগানিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৭:১৫ পিএম

আফগানিস্তানে চলমান তীব্র খাদ্যসংকটে ত্রাণ হিসেবে দেশটিতে গম পাঠাতে চায় ভারত। তবে আফগানিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকায় পাকিস্তানের ভূমি ব্যবহার করেই পাঠাতে হবে এই ত্রাণ।

অবশ্য আফগানিস্তানে গম পাঠানো ইস্যুতে উদারতার পরিচয় দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির অনুরোধের জবাবে তিনি বলেছেন, ভারত থেকে আফগানিস্তানে গম পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের ভূমি ব্যবহার করতে পারবে ভারত।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক কর্মকর্তা দেশটির জাতীয় দৈনিক ডনকে এ সম্পর্কে বলেন, ‘আফগানিস্তানে খাদ্য-ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর নজিরবিহীন সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় আমরা আমাদের নিজেদের তিক্ততাকে একপাশে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে, শুক্রবার আমির খান মুত্তাকি ও তার নেতৃত্বাধীন আফগান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইমরান খান। বৈঠকে বর্তমান সংকট উত্তরণে আফগানিস্তান ও আফগান জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানের নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম, সাধারণ আফগান জনগণের অধিকার রক্ষা ও দেশটিতে একটি স্থিতিশীল-অন্তর্ভুক্তি সরকার গঠনে যা যা সহায়তা দেওয়া প্রয়োজন, সাধ্যমত সেসব সরবরাহ করবে পাকিস্তান।’

এছাড়া, দেশটির বর্তমান সংকট নিরসনে খাদ্যশস্য ও চিকিৎসা উপকরণ পাঠানো এবং বিদেশের যেসব ব্যাংকে আফগানিস্তানের অর্থ আটকে আছে, তা ছাড়ে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সূত্র : ডন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mustafizur Rahman Ansari ১৩ নভেম্বর, ২০২১, ১০:৩০ পিএম says : 0
Very good decisions
Total Reply(0)
এ হোসেন ২৯ নভেম্বর, ২০২১, ১১:৫৮ এএম says : 0
পাকিস্তান সব সম বিনম্রতা দেখিয়েছে ভারতের সাথে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন