বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান রাজধানীর বনানীতে অবস্থিত ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই ইউনিভার্সিটির হয়ে কাজ করবেন তিনি। তবে সেলফোন কোম্পানি গ্রামীণফোনেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি অনুযায়ী কাজ করবেন আগামী ২০১৮ সাল পর্যন্ত। প্রাইভেট ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা প্রসঙ্গে তাহসান বলেন, ‘কানাডিয়ান ইউনিভার্সিটি শিক্ষার মানের দিক দিয়ে ভালো। তাই তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। একজন সচেতন নাগরিক হিসেবে আগামীর শিক্ষার্থীদের আমি সেই প্রতিশ্রæতিও দিচ্ছে যে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে দেবার লক্ষ্যে এই ইউনিভার্সিটি বদ্ধপরিকর। আশা করছি, তাদের সঙ্গে আমার কাজের সম্পর্ক হবে আন্তরিক। এই ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন তাদের সম্পর্কে আমি বেশ ভালোভাবেই অবগত।’ তাহসান জানান, তার নতুন গান ‘প্রিয় অসুখ’ ইটিউনসের ব্যানারে শিগগিই বাজারে পাওয়া যাবে। চলতি মাসের শেষদিকে এর মিউজিক ভিডিও ইউটিউবে পাওয়া যাবে। পাশাপাশি রবিউল ইসলাম জীবনের লেখা ও ইমরানের সুর সঙ্গীতে সম্প্রতি বাজারে আসা ‘মন কারিগর’ অ্যালবামের ‘কেউ না জানুক’ গানটিরও মিউজিক ভিডিও চলতি মাসে ভক্তরা ইউটিউবে পাবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন