বৈশাখী টিভির মিউজিক্যাল শো: ‘তিব্বত লাস্কারী সোপ গোল্ডেন সং’-এ অংশ নেবেন কণ্ঠশিল্পী আরিফুল ইসলাম মিঠু। আজ রাতে অনুষ্ঠানটি প্রচার হবে। দীর্ঘদিন পর কোনো টেলিভিশন প্রোগ্রামে অংশ নিলেন তিনি। তার গজল উপমহাদেশের প্রখ্যাত গায়ক মেহেদী হাসানের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু মিডিয়ায় তার উপস্থিতি খুবই কম। নিভৃতচারী এই গায়ক সবসময় নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন। তবে তার গান যারা শুনে তারা অপেক্ষায় থাকেন। আরিফুল ইসলাম মিঠু বলেন, পৃথিবীতে নীরবে এসেছি একদিন নীরবেই চলে যেতে চাই। এত ঢাকডোল পিটানোর প্রয়োজন কি? তাছাড়া আকাশে চাঁদ উঠলে সবাই তা দেখবেই। আমি এখনো হয়তো তেমন কেউ হতে পারিনি। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। মানুষের ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রাখবে আজীবন, স্রষ্টার কাছে এটাই আমার প্রার্থনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তাসনুভা মোহনা। প্রযোজনায় লিটু সোলায়মান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন