রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ভেঙে পড়ল উড়োজাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ভেঙ্গে পড়লো যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বিমানে পাইলট ছাড়া ছিলেন মাত্র একজন যাত্রী। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, উড়োজাহাজটি সমুদ্রে ভেঙ্গে পড়ার আগেই তারা দু’জন পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে প্রাণে বাঁচেন। খবরে বলা হয়, তীব্র গরম থেকে রেহাই পেতে পারথ শহরের সমুদ্র সৈকতে তখন স্নানে মত্ত ছিলেন স্থানীয়রা। সেই সময় তাদের চোখে ধরা পড়ে উড়োজাহাজ ভেঙ্গে পড়ার ওই দৃশ্য। শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, ইঞ্জিন বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সমুদ্র সৈকত থেকে মাত্র ২০ মিটার দূরে ঘটনাটি ঘটায় সহজেই সাঁতরে পাড়ে পৌঁছাতে পেরেছেন বিমানের পাইলট ও ওই যাত্রী। ২০১৮ সালে প্রশান্ত মহাসাগরের বুকে একইভাবে ভেঙ্গে পড়েছিল পাপুয়া নিউ গিনির একটি উড়োজাহাজ। সেবারও প্রাণে বেঁচেছিলেন ৪৭ জন যাত্রী। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন