বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আইজিপির স্বাক্ষর জাল করে নিয়োগে সুপারিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আইজিপি ড. বেনজীর আহমেদের স্বাক্ষর জাল করে কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন বিষ্ণু বর্মণ এবং স্বপন সিং। বিষ্ণু বর্মণের বাড়ি ঝালকাঠি জেলায়। তার বাবার নাম নিরঞ্জন বর্মণ। স্বপন সিংয়ের বাড়ি পটুয়াখালী। তার বাবা মৃত বীরেন্দ্র নাথ সিংহ।
গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বলেন, গত ২১ অক্টোবর আইজিপির স্বাক্ষর জাল করে প্রতারক বিষ্ণু বর্মণ এবং স্বপন সিং কনস্টেবল পদে নিয়োগের জন্য একজন প্রার্থীর পরিচয় উল্লেখ করে বাগেরহাটের জেলা পুলিশ সুপারের কাছে লিখিত সুপারিশ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার দুই প্রতারককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন