বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিচার বিভাগীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

 বিচার বিভাগীয় ডকুমেন্টারি প্রদর্শনী হবে

মালেক মল্লিক
বিচার প্রার্থীদের সেবা বাড়াতে, বিচারকার্যকে আরো গতিশীল, স্বচ্ছতা এবং বিচার বিভাগের নানা বিষয় নিয়ে আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৬। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে গত দুই বছরে বিচার বিভাগের সামগ্রিক সাফল্য নিয়ে একটি ডকুমেন্টারি বা তথ্যচিত্র উপস্থাপন করা হবে। দেশের ইতিহাসে এটি প্রথম বিচার বিভাগী নিয়ে ডকুমেন্টারি। ইতোমধ্যে ডকুমেন্টারিসহ অন্যান্য কাজ সম্পন্ন করেছেন বাস্তবায়নে গঠিত কমিটি। গত বছর দেশের ইতিহাসে প্রথমবারের মত এ সম্মেলনের আয়োজনের উদ্যোগ নেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত বছর একদিনের হলেও এবার দুই দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম দিন সকল বিচারক সম্মেলনে অংশ নিলেও দ্বিতীয় দিনে অংশ নিবেন কেবল জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ইনকিলাবকে বলেন, আগামী ২৪ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন বাস্তবায়ন করতে কমিটি কাজ করে যাচ্ছে। সম্মেলনে বিচার প্রার্থীদের সেবা বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা হবে।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, এ বছর সম্মেলনটি হবে একটি অসাধারণ। যেখানে থাকবে বিচার বিভাগীয় ডকুমেন্টারিসহ বিচার সম্পর্কিত নানা বিষয়। গত দুই বছরে বিচার বিভাগের সামগ্রিক সাফল্য নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হবে সম্মেলনে। এই ডকুমেন্টারি তৈরি ও সম্মেলনের ওয়েব সাইট ডিজাইনের জন্যও গঠিত কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কমিটির সদস্যরা। এছাড়া সম্মেলনে অন লাইনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ছুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এর বাইরে সম্মেলনে থাকছে বিচার বিভাগ সম্পর্কিত নানা বিষয়। সম্মেলনে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। সম্মেলনে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, দেশের অধঃস্তন আদালতের সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। সূত্রে জান যায়, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সভাপতি করে কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার মো. যাবিদ হোসেন, স্পেশাল অফিসার হোসনে আরা আক্তার, অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) এস এম এরশাদুল আলম, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন শিকদার, ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিন এবং ডেপুটি রেজিস্ট্রার শরীফুল আলম ভূঁঞা। এর বাইরে আরও আটটি উপ-কমিটি করা হয়েছে। এর মধ্যে নিমন্ত্রণপত্র প্রস্তুত ও বিতরণ, ব্যানার ও মঞ্চ তৈরি, অডিটরিয়াম ব্যবস্থাপনা এবং নিরাপত্তাসহ আনুষঙ্গিক কাজ সম্পাদনের জন্য উপ-কমিটি। আলোচনার বিষয়বস্তু-ধারাবাহিকতা নির্ধারণ, প্রধান বিচারপতিসহ অন্যান্যদের বক্তব্য প্রস্তুতে ছয় সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন