বিশ্বের বিভিন্ন দেশের সাথে তালমিলিয়ে বাংলাদেশেও টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়ার চিন্তা করছে সরকার। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।
তিনি বলেন, সবার জন্য বুস্টার ডোজের চিন্তা করছে সরকার। তবে বেশির ভাগ মানুষকে ২ ডোজ দেয়া হয়ে গেলে ঝুঁকিপূর্ণদের দিয়ে বুস্টার ডোজ শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার প্রায় ২১ কোটি টিকা কিনেছে। প্রতিদিন দেশে ১৫ লাখ টিকা প্রদান করা হচ্ছে। যদিও ৮০ লাখ দেবার সক্ষমতা আছে।
তিনি বলেন, টিকা কার্যক্রম চলমান থাকায় দেশে মৃত্যুর হার এক ডিজিটে নেমে আসছে। অচিরেই এটা শূন্যে নেমে আসবে। আমরা শিক্ষার্থীদের ও টিকা দিচ্ছ। আজ (মঙ্গলবার) রাজধানীর কড়াইল বস্তিতে ও টিকা দেয়া শুরু হলো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন