শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাঁচ দশক পর ফ্রান্সে জাতীয় পতাকার ‘রঙবদল’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

পাঁচ দশক পর পাল্টে গেল ফ্রান্সের পতাকার রং। ফরাসি সরকারি আধিকারিকরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ ত্রিবর্ণ পতাকার গাঢ় নীল রং পাল্টে গাঢ় নেভি ব্লু করার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরই প্রেসিডেন্ট প্রাসাদে নতুন রঙা জাতীয় পতাকা উত্তোলন হয় বলে খবর। কিন্তু কেউ তা খেয়াল করেননি। একপ্রকার চুপিসারেই হয়েছে রংবদল।

ফরাসি সরকার সূত্রে খবর, প্রেসিডেন্ট ম্যাখোঁ পুরনো নেভি ব্লু রংকে ফিরিয়ে এনেছেন কারণ এই রং ফরাসি বিপ্লবের প্রতীক। ১৯৭৬ সাল পর্যন্ত জাতীয় পতাকায় নেভি ব্লু রঙই ব্যবহার হত। তারপর তৎকালীন প্রেসিডেন্ট জিসার্ড দেএস্টেইং পতাকার রংবদল করেন। ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে গাঢ় নীল করেন রং। তবে ফরাসি নৌসেনা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান কিন্তু আগাগোড়াই নেভি ব্লু রংই ব্যবহার করত। কয়েক দশক ধরে সেটাই ব্যবহার হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট জিসার্ড সিদ্ধান্ত নেন, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা ফরাসি পতাকার পাশে থাকে তাই একই রঙের হোক দুটি পতাকা। ফরাসি প্রেসিডেন্ট ভবন এলিসে প্যালেস থেকে অবশ্য কোনও সরকারি ফরমান জারি হয়নি পতাকার রংবদল নিয়ে। কোনও সরকারি প্রতিষ্ঠানেও নির্দেশিকা দেয়া হয়নি। অনেকেই প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁদের মতে, নেভি ব্লু রং ভাল লাগছে না দেখতে। আবার অনেকে ১৯৭৬ সালের আগের পতাকার রং নিয়ে নস্ট্যালজিক। তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন