শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধু সিনেমায় খালেদা জিয়ার চরিত্র: অভিনয় করবেন এলিনা শাম্মি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে নির্মাণাধীন সিনেমা ‘বঙ্গবন্ধু’তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চরিত্র থাকছে। বলিউডের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনাধীন সিনেমাটিতে খালেদা জিয়ার চরিত্র রাখা হয়েছে বলে জানা গেছে। সিনেমাটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন সিনেমাটির বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী। খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী এলিনা শাম্মী। এলিনা জানিয়েছেন, গত ১৫ নভেম্বর বিকেলে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি বলেন, বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনাধীন ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবো। তিনি বলেন, এটা নিঃসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হচ্ছি ভেবে ভালো লাগছে। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার। উল্লেখ্য, এ বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন