সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে ওয়াপদা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৯৩ পিস ইয়াবা উদ্ধারসহ মাদকবিক্রেতা নয়ন হোসেন ওরফে আয়নালকে (২৫) আটক করেছে র্যাব-১৩ এর অধীনস্থ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে র্যাব-১৩ এর অধীনস্ত সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মেজর খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ওয়াপদা মোড়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মাদক বিক্রেতা নয়ন হোসেন ওরফে আয়নালকে (২৬) আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৪৯৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন উদ্ধারসহ তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন