শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ ডিসেম্বর

গ্যাটকো দুর্নীতি মামলা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ ডিসেম্বর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৩ নং বিশেষ আদালতের বিচারক আলী হোসেন গতকাল মঙ্গলবার এ তারিখ পুন:নির্ধারণ করেন। গতকাল মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারেন নি। এ প্রেক্ষাপটে সময়ের আবেদন করেন তার কৌঁসুলি। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

প্রসঙ্গত: ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দেয় দুদক। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার আর্থিক ক্ষতি সাধন করেছেন। ২৪ আসামির মধ্যে আরাফাত রহমান কোকোসহ ৬ জন এরই মধ্যে ইন্তেকাল করেছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন