বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বরিসের বাবা স্টানলি জনসনের বিরুদ্ধে অযাচিত স্পর্শের অভিযোগ নারী এমপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১০:৪৮ পিএম

ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নারী আইনপ্রণেতা ক্যারোলিন নোকস দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ওই নারী ও জনসনের বাবা ২০০৩ সালে ব্রিটেনের সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। ওই নারী বলেছেন, সে সময় তাকে অযাচিত স্পর্শ করেছিলেন জনসনের বাবা স্টানলি জনসন। -স্কাই নিউজ

দেশটির পার্লামেন্টের উইমেন অ্যান্ড ইকুয়ালিটিজ সিলেক্ট কমিটির চেয়ারম্যান এবং সাবেক সরকারের মন্ত্রী ছিলেন ক্যারোলিন নোকস। নারী ও তরুণীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে স্কাই নিউজের এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে ক্যারোলিন বলেছেন, স্টানলি জনসন তার পেছনের দিকে অযাচিতভাবে স্পর্শ করেছিলেন।

নোকস ২০১০ সালে রমসি এবং সাউদাম্পটন নর্থের সংসদ সদস্য ছিলেন ক্যারোলিন। তিনি বলেন, ‘আমি একজন বিশিষ্ট মানুষের কথা মনে করতে পারি, ডেভনের টেইনব্রিজের কনজারভেটিভ প্রার্থী ছিলেন, তিনি আমাকে পেছন দিক থেকে যতটা কঠিনভাবে মারা যায়, মেরেছিলেন এবং চলে যান, ওহ!’ সেই ব্যক্তি কে ছিলেন, জানতে চাইলে ক্যারোলিন বলেন, ‘আমার সঙ্গে এই কাজ করেছিলেন স্টানলি জনসন।’

ব্রিটেনের সংসদে কখনই নির্বাচিত হতে পারেননি জনসনের বাবা স্টানলি জনসন। তবে তিনি ইউরোপীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ক্যারোলিনের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কাই নিউজকে স্টানলি জনসন বলেন, ‘ক্যারোলিন নোকসের কথা আমার একেবারেই মনে নেই। আপনি তার কাছে যান। আমার কোনো জবাব নেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন