বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শীতলক্ষ্যায় ড্রেজারডুবি দু’দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই শ্রমিকের

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরের বরামা এলাকার শীতলক্ষ্যা (বানার) নদীতে ড্রেজার ডুবির ঘটনায় দু’দিনেও নিখোঁজ হওয়া দুই শ্রমিকের সন্ধান মেলেনি। ডুবুরি দল টানা দু’দিন ধরে নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ হওয়া শ্রমিকরা হলো- বাগেরহাট জেলার রুবেল মিয়া (৩০) ও বরিশাল জেলার সোহাগ মিয়া (৩২)। ড্রেজার শ্রমিক ও স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, বরমী বাজারের বালু ব্যবসায়ী রফিক মুন্সি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলছিল। গত সোমবার রাতে বালু তোলার পর হঠাৎ করে রাত ৩টার দিকে ড্রেজারটি মাঝ নদীতে তলিয়ে যেতে থাকে। এ সময় পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে আসলেও নিখোঁজ হয় রুবেল ও সোহাগ। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ওই দু’শ্রমিককে উদ্ধারের অভিযান চালায়। প্রাণান্তর চেষ্টা করে দু’দিনেও নিখোঁজদের সন্ধান করতে পারেনি তারা। তীরে আসা শ্রমিক আলমগীর জানান, তারা সাঁতরে পারে উঠলেও রুবেল ও সোহাগ ড্রেজারের ভিতরে আটকা পড়ে। ডুবুরি দলের প্রধান মোহাম্মদ হোসেন জানান, ড্রেজারটি পানির নিচে আড়াআড়িভাবে পড়ে থাকার কারণে ডুবুরি দল ড্রেজারের কেবিনের ভিতর প্রবেশ করতে না পারায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। শ্রীপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, ডুবুরি দিয়ে নিখোঁজ দু’শ্রমিকের উদ্ধার ব্যর্থ হওয়ায় এখন পুরো ড্রেজারটি উদ্ধারের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল জানান, ঘটনা তদন্ত করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন