শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৯১ ম্যাচ পর ‘বিশ্রামে’ মুশফিক

নিউজিল্যান্ড সফরেও নেই সাকিব!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

গত ক’দিন থেকেই আভাস পাওয়া যাচ্ছিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না মুশফিকুর রহিম। হয়েছেও সেটাই। মুশফিক নিজে না চাইলেও এই সিরিজে তাকে ‘বিশ্রামে’ পাঠিয়েছেন নির্বাচকরা। দল ঘোষণা করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এর কারণ ব্যাখ্যা করেছেন। অনেক নাটকীয়তার পর গতকাল বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন তিন নির্বাচক মিনহাজুল, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।
১৬ জনের নাম ঘোষণার পরই জানতে চাওয়া হয় কেন নেই মুশফিক। প্রধান নির্বাচকের ব্যাখ্যা সামনে অনেকগুলো টেস্ট ম্যাচের ঠাসা স‚চিতেই তারা গিয়েছেন এই চিন্তায়, ‘মুশফিকের ব্যাপারে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, আমাদের পর পর চারটা টেস্ট ম্যাচ আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু পাকিস্তান থেকে, তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে আছে। চারটা টেস্ট একটানা। চারটা টেস্টে আমাদের ম‚ল একজন খেলোয়াড় সে। কারণ তামিম ইকবালের ইনজুরি আছে, তাকে পাই কিনা নিশ্চিত। তো সে কারণে আমরা চাচ্ছি আমাদের ম‚ল একজন খেলোয়াড়ের সেরাটা পেতে। এজন্য টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দিচ্ছি।’ বিশ্রাম দেওয়া হচ্ছে। যাকে বিশ্রাম দেওয়া হচ্ছে তিনি কি সেই বিশ্রাম চেয়েছেন, মিনহাজুল জানালেন এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, ‘না এরকম না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
গত তিনদিন ধরে সম্প‚র্ণ আলাদাভাবে লাল বলের অনুশীলন করছিলেন মুশফিক। তখন থেকেই তার টি-টোয়েন্টি দলে না থাকার ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। অথচ গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটে টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ মুশফিক। ২০০৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় অভিষেকের পর থেকেই ক্ষুদ্র ফরম্যাটে ভরসার প্রতীক এই টপ অর্ডার। এই সময়ের মধ্যে খেলা ৯৯ ম্যাচের ৯১টিই মুশফিক খেলেছেন টানা! শুধু ব্যাট হাতেই নয়, এই সময়জুড়ে কিপিংয়েও নির্ভরতার আরেক নাম এই মুশি। তাহলে কি ক্ষুদ্র ফরম্যাটে শেষের শুরুটা হয়েই গেল অভিজ্ঞ এই কাÐারির! প্রশ্নটা ছিল প্রধান নির্বাচকের কাছেও। তবে সরাসরি কিছু না বলে অনেকটা ঘুরিয়ে নান্নু জানালেন, ভবিষ্যতেও টি-টোয়েন্টিতে খেলছেন মুশফিক। চোটের কারণে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবেন না। সে জন্য মুশফিকের ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছেন না নির্বাচকেরা, ‘তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের চোট আছে। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। এটা শুধু পাকিস্তান সিরিজের জন্যই। পরবর্তী সময়ে আবার টি-টোয়েন্টিতে বিবেচনায় থাকবে।’
পাকিস্তানের এই সফরে টেস্ট বা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই ইনজুরির কারণে খেলা হবে না সাকিব আল হাসানের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তিনি খেলবেন না বলে শোনা যাচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে মৌখিকভাবে ছুটি চেয়ে রেখেছেন। তবে, সাকিবের পক্ষ থেকে ছুটি চাওয়ার কোনো চিঠি পাননি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান। প্রধান নির্বাচক নান্নুরও দাবি, সাকিবের চোটের ব্যাপারে এখনও কোনো খবর জানেন না তারা, ‘সাকিব টি-টোয়েন্টি সিরিজে নেই এতটুকু জানি। কাল-পরশুর (আজ-কাল) মধ্যে একটা আপডেট পাব। টেস্ট সিরিজের জন্য কবে আসবে বা আসবে কি না তারপর আপনাদের আপডেট দিব।’
প্রধান নির্বাচক জানিয়েছেন, আগামী ২২ নভেম্বর টেস্ট সিরিজের দল ঘোষণা করা হবে, অর্থাৎ সিরিজ শুরুর ৩ দিন আগে। সাকিব ফিট হয়ে উঠলে টেস্ট সিরিজে তাকে দেখা যেতে পারে। যদিও নির্বাচকদের উত্তরে সাকিবের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। তারকা এই অলরাউন্ডারকে ছাড়া বিশ্বকাপের শেষ দুই ম্যাচে হতশ্রী পারফরম্যান্স ছিল টাইগারদের।
নতুন বছরের প্রথম দিন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি। এই সিরিজ সামনে আগামী ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। দু’টি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। নিউজিল্যান্ডে এটি পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চতুর্থ সফর। এই সফরগুলোতে তো বটেই, সব মিলিয়ে নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ খেলে সব হেরেছে বাংলাদেশ। এর আগে চলতি বছর মার্চ মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। সেটা সহ এই নিয়ে তিনটি নিউজিল্যান্ড সফর মিস করতে চলেছেন সাকিব।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Mohammed Kamruzzaman ১৭ নভেম্বর, ২০২১, ১১:৫১ এএম says : 0
We don’t need sakib. We need someone who love Bangladesh.
Total Reply(0)
জসিম ১৭ নভেম্বর, ২০২১, ১১:৫২ এএম says : 0
ওদেরকে বিশ্রাম দেয়াটা জরুরী হয়ে পরেছে
Total Reply(0)
ইলিয়াস ১৭ নভেম্বর, ২০২১, ১১:৫২ এএম says : 0
নতুনদের সুযোগ করে দেয়ার এখনই সময়
Total Reply(0)
গোলাম কাদের ১৭ নভেম্বর, ২০২১, ১১:৫৪ এএম says : 0
সঠিক সিদ্ধান্ত
Total Reply(0)
ডালিম ১৭ নভেম্বর, ২০২১, ১১:৫৪ এএম says : 0
যখন ফিরবে, তখন তারা আরও অনেক ভালো খেলবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন