শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ার মোকামতলায় দোকান ও বসত বাড়িতে আগুন, কোটি টাকার ক্ষতি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ৯:২৪ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে জ্বালানি তেল ও গ্যাসের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকান ও বসত বাড়ি পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাত ১ টার দিকে সোনাতলা রোডে অবস্থিত ‘মেসার্স ফ্রেন্ডস্ ট্রেডার্স’ ও ‘অতুল সাহা এন্ড সন্স’ নামক বড় দুইটি জ্বালানি তেল ও গ্যাসের দোকানে অগ্নিকান্ড ঘটে। মুহুর্তেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের মোটর পার্টসের দোকান মালিকের ওয়ার্কশপে আগুন লেগে ৮ টি মোটরসাইকেলসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা রাতেই এবং বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন