ঢাকা থেকে বাসায় ফেরার পথে নাটোরের সিংড়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক গার্মেন্টসকর্মী। ধর্ষক আবু সাঈদকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। অভিযুক্ত আবু সাঈদ নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও গার্মেন্টস কর্মীর পরিবার জানায়, ঢাকার একটি গার্মেন্টস থেকে ছুটি নিয়ে নিজ বাসায় আসার পথে রাতে সিংড়া বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। রাত বেশী হওয়ায় গার্মেন্টস কর্মী বাসায় ফিরতে ভয় পায়। পরে সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাওয়া আবু সাঈদ ওই গার্মেন্টসকর্মীকে বোন পরিচয় দিয়ে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পথিমধ্যে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে উদ্ধার করে। এঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক আবু সাঈদকে আটক করে। ওই গার্মেন্টসকর্মীর বাসা উপজেলার সুকাশ ইউনিয়নের বিনাহাট এলাকায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন