বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবারও অনুষ্ঠিত হচ্ছেন ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ এবছরও অনুষ্ঠিত হবে না। অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু জানান, করোনাভাইরাসের কারণে এবারের আসর স্থগিত করা হয়েছে। তিনি বলেন, করোনার কারণে আয়োজনটি আমরা করছি না। এটা তো শুধু আমাদের ওপর নির্ভর করে না, অন্য অনেক বিষয় থাকে। এই বছর ফোক ফেস্ট হচ্ছে না, এটা নিশ্চিত। করোনাভাইরাসের মধ্যে গত বছরের আয়োজনও স্থগিত রেখেছিলেন আয়োজকরা। সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসঙ্গীতের এই বিশাল আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৫ সাল থেকে প্রতি বছর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এর আয়োজন করে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকসঙ্গীত শিল্পীরা অংশ নেন। উৎসবটি বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন