শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিমান ও সাউদিয়ার ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিমানের ৫ কোটি ৯০ লাখ টাকার মুনাফা অর্জন
স্টাফ রিপোর্টার : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সের হজ ফ্লাইট সম্পন্ন হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৮শ’ ২৭ জন হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন।
গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিমানের ১০৪টি ডেডিকেটেড ও ২৯টি সিডিউল ফিরতি হজ ফ্লাইট যোগে ৪৮ হাজার ৯৫ জন হাজীকে দেশে ফিরিয়ে এনেছে। এ বছর বিমান কোন উড়োজাহাজ লীজ ছাড়াই নিজস্ব বোয়িং উড়োজাহাজ বহর দিয়ে হজ অপারেশন সম্পন্ন করেছে। বিমান হজযাত্রী পরিবহন করে এবার ৫ কোটি ৯০ লাখ টাকার মুনাফা অর্জন করেছে। বিমানের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ এতথ্য জানিয়েছেন। হজ ফ্লাইটের প্রথম দিকে হজযাত্রীর অপ্রতুলতা এবং ভ্রান্ত নীতির কারণে বিমানের ২০টি হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ২০টি হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সউদী আরবে নিয়ে যাওয়া হয়েছে। বিমানের হজ টিকিটের শট প্যাকেজ না পাওয়ায় বিমানের সাড়ে ১৪শ’ হাজী বিমানের টিকিট ফেলে দিয়ে বিভিন্ন থার্ড ক্যারিয়ারের ফ্লাইট যোগে নতুন টিকিট কিনে দেশে ফিরেছেন। এতে যাত্রীগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিদেশী এয়ারলাইন্সগুলো এসব হাজীদের পরিবহন করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। বাকি সব হাজী সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট ও সিডিউল ফ্লাইট যোগে দেশে ফিরেছেন। গতকাল বেলা ২টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সের শেষ হজ ফ্লাইট (এস ভি-৮০২) যোগে মুনা ট্রাভেলস এন্ড ট্যুরসের ১শ’ হাজী দেশে ফিরেছেন। উক্ত হজ ফ্লাইট যোগে অন্যান্য হজ এজেন্সি’রও বেশ কিছু হাজী দেশে ফিরেছেন। এবার মক্কা-মদিনা ও জেদ্দায় সর্বমোট ৮৫ জন হাজী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৬৪ এবং মহিলা ২১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন