বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে প্রথম নারী সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ৭:০১ পিএম

বরিশাল জেলা প্রতিষ্ঠার প্রায় সোয়া ২শ বছর পরে বরিশালবাসী একজন নারী সিভিল সার্জন পেতে যাচ্ছে। বরগুনার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসানকে বরিশালে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। বরিশালের সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন উপ-পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ায় এ শূণ্য পদে নিয়োগ দেয়া হল মারিয়াকে।

১৭৯৭ সালে জেলা প্রতিষ্ঠার পরে ডাঃ মারিয়াই বরিশালে প্রথম কোন সরকারী চিকিৎসা নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহন করতে যাচ্ছেন। তবে ডাঃ মনোয়ার আরো মাসাধীককাল আগে পদোন্নতি পেয়ে মন্ত্রনালয়ে যোগদান করলেও পদায়ন না হওয়ায় নতুন কর্মস্থলে যোগদান করতে না পারায় এখনো বরিশালের সিভিল সার্জনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফলে ডাঃ মারিয়া’র বরিশালে যোগদানের দিন তারিখও নির্দিষ্ট হয়নি এখনো।

এ ব্যাপারে সেল ফোনে ডাঃ মারিয়ার সাথে আলাপ করা হলে তিনি বরিশালের সিভিল সার্জন হিসেবে গনমাধ্যম কর্মী সহ সবার সহযোগীতা কামনা করেছেন। তবে বরিশালে কবে যোগ দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলতে পারেন নি। ডাঃ মারিয়ার স্বামী দেশের সুপ্রতিষ্ঠিত একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ২০ নভেম্বর, ২০২১, ৫:৪৩ এএম says : 0
মাশাআললাহ উনি পর্দা শীল মেয়ে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন