শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তুরস্কের যুদ্ধজাহাজ ও ড্রোন প্রযুক্তি নিচ্ছে ইউক্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ইউক্রেনকে যুদ্ধজাহাজ ও ড্রোন প্রযুক্তি দিচ্ছে তুরস্ক। এ বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তুরস্কের সঙ্গে যুদ্ধজাহাজ ও ড্রোনের উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে ২০২০ সালের ১৪ ডিসেম্বর চুক্তি সই করে। এদিকে আঙ্কারার সঙ্গে হওয়া কিয়েভের সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। খবরে বলা হয়, ৪৫০ জন আইনপ্রণেতার মধ্যে ৩০৩ জন সংসদে উত্থাপিত বিলের পক্ষে ভোট দেন। তুরস্কের সঙ্গে ইউক্রেন এ চুক্তি সই করে ২০২০ সালের ১৬ অক্টোবর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির তুরস্ক সফরের সময় এ চুক্তি সই হয়। চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক আইনি কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতের প্রতিশ্রুতি প্রতিফলিত করে এ চুক্তি। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক দ্রুত বেড়েছে। গত বছর ইউক্রেন তুরস্কের কাছ থেকে বায়রাক্তার টিবি২ ড্রোন কিনেছে। এ চুক্তি অনুসারে ইউক্রেন ১২টি ড্রোন কেনার অনুমতি পাবে। ড্রোন ছাড়াও তুরস্ক ইউক্রেনকে তিনটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম দিয়েছে। ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন