নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, এই সরকারের কাছে দাবি পেশ করে কোনো লাভ হবে না। গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে।
শনিবার (২০ নভেম্বরে) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ প্রদানের দাবিতে নয়াপল্টনে আয়োজিত গণ অনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
মান্না ভারতের সাম্প্রতিক কৃষক আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ‘এত বড় নেতা কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং কৃষিঋণ মওকুফ করে দিতে বাধ্য হয়েছেন। অপেক্ষা করুন, দিন আসবে, আমাদের ইনিও ক্ষমা চাইবেন। কিন্তু জনগণ তাঁকে ক্ষমা করবেন না।’ বিএনপি যেকোনো দলীয় গণতান্ত্রিক কর্মসূচিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাহমুদুর রহমান মান্না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন