বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শাবিতে ‘চোখ ফিল্ম সোসাইটি’র সাংস্কৃতিক আয়োজন বুধবার

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ৫:০৮ পিএম

করোনাকালীন দীর্ঘ বন্ধের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘চোখ ফিল্ম সোসাইটি’। বুধবার ( ২৪ নভেম্বর) সংগঠনটির ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সাংস্কৃতিক আয়োজন মঞ্চস্থ করা হবে।

অনুষ্ঠানটি ‘চোখ ফিল্ম সোসাইটি’ ও বৃটেনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও অন্যান্য শিল্পকলা প্রচারের শীর্ষ প্রতিষ্ঠান ‘সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিক’ এর যৌথভাবে পরিচালনা করবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ফাহিম আল হৃদয়।

অনুষ্ঠানসূচী অনুযায়ী বুধবার সন্ধ্যা পাঁচটায় টি এম আহমেদ কায়সারের পরিচালনা ও পরিবেশনায় বাংলা পালাগানের এক বিশেষ বিনির্মাণবাদী শিল্পোদ্যোগ ‘বিনন্দের কিচ্ছা’ এবং ছয়টায় টিএস এলিয়টের ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ এবং নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে অমর কবিতা ভিত্তিক বিশেষ নাট্য পরিবেশনা ‘দ্যা রেবেল’ এবং ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ মঞ্চস্থ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন