বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে আগুন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে সিটি ইকোনমিক জোনের অটো ডাল অ্যান্ড রাইস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ওই কারখানার ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুনে নেভাতে সক্ষম হয়। আহতরা হলেন- উপজেলার রূপসী গর্ন্ধবপুর এলাকার মৃত তাহেরের ছেলে সিরাজুল ইসলাম, একই এলাকার সূর্যত আলীর ছেলে হযরত, উত্তরপাড়া এলাকার বিলায়েত হোসেন ও কারখানার নিরাপত্তা রক্ষী রানা।

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রূপসী সিটি ইকোনমিক জোনের তালতলা এলাকার অটো ডাল অ্যান্ড রাইস মিলে হঠাৎ করে আগুন ধরে যায়। এসময় শ্রমিকরা আগুন আগুন বলে চারদিকে ছুটাছুটি করতে থাকে। এসময় শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। এসময় অটো রাইস মিলের শ্রমিক সিরাজুল ইসলাম, হযরত, বিলায়েত হোসেন ও কারখানাটির নিরাপত্তা রক্ষী রানা আহত হন। তিনজন শ্রমিককে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী (রূপগঞ্জ) পরিচালক তানহারুল ইসলাম জানান, কারখানার সংশ্লিষ্টদের মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ, ডেমরা ও নারায়ণগঞ্জের ৫টি ইউনিট বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। চালের হিট মেশিন থেকে আগুনের সৃষ্টি হয়েছে। পাশেই চালের তুষের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন