বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সিংড়ায় খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবি

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ৪:০৩ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সু-চিকিৎসার দাবি জানিয়েছেন নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির নেতারা। শনিবার রাতে ৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে এ দাবি জানানো হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সরকারের কাছে মানবিক দাবি করছি তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিন। এছাড়াও বেগম জিয়ার সুচিকিৎসার দাবিতে রাজপথে যেকোন কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি। সম্মেলনের উদ্বোধক উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু।

বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক এড.আলী আজগর খান'র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব তায়জুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. শামীম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, বোরহান উদ্দিন বাবু, আব্দুল্লাহ্ আল-কাফি, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন প্রমুখ। সম্মেলনে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আলহাজ¦ সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে আবু আলী মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সামাদের নাম ঘোষণা করা হয়। ২০নভেম্বর রাতে সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন