শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ফুটপাত চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৭ এএম

প্রকৃতি কন্যাখ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রূপ মায়াতে আকৃষ্ট হয় নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশেষত এই শীতের শুরুতে বাকৃবির এই সৌন্দর্য্য আরো কয়েকগুণ বেড়ে যায় যার কারণে দর্শনার্থীর সংখ্যাও বেড় যায় অনেক। কিন্তু বাকৃবির রাস্তায় ফুটপাত না থাকায় সেই সাথে বেড়ে যায় চলাচলের ঝুঁকি। সড়কগুলো খুবই সরু এবং সর্বক্ষণ ছোটো বড় বিভিন্ন যানবাহন চলাচল করতে থাকে। অথচ, ফুটপাত না থাকায় শিক্ষার্থী এবং সকল পথচারীদের রাস্তার ওপর দিয়েই চলাচল করতে হয়। বড় যানবাহন (যেমন মালবাহী ট্রাক, বাস ইত্যাদি) চলাচলের সময় পথচারীদের চলাচলের মতো আর কোনো জায়গাই থাকে না রাস্তায়। রাস্তার দুইপাশের কাদামাটির জায়গাও চলাচল উপযোগী নয়। পাশ দিয়ে ড্রেনের অবস্থানের কারণে রাস্তার দুইপাশ ঢালু হওয়ায় সেদিক দিয়েও হাঁটা যায় না। এমতাবস্থায় রাস্তাার ওপর দিয়ে পথচারীদের চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময়েই দুর্ঘটনার কবলে পড়তে পারেন যে কেউ। রাস্তার পাশে চলাচলের জন্য ফুটপাত থাকলে পথচারীদের আর রাস্তার ওপর দিয়ে চলাচল করতে হবে না। তাই বাকৃবি প্রশাসন রাস্তার পাশে ফুটপাত নির্মাণে যথাযথ পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা করছি।

ইসরাত জাহান জীম
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন