শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুদানে প্রধানমন্ত্রী মুক্ত বাড়ছে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৭ এএম

জরুরি অবস্থার মধ্যেই রবিবার সুদানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে অভ্যুত্থানবিরোধীরা। সামরিক শাসনের বিরোধিতায় চলমান আন্দোলনের মধ্যেই নতুন করে বড় পরিসরে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। এদিকে সামরিক বাহিনীর অভ্যুত্থানবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। গত ২৫ আগস্ট সুদানে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজনকে গৃহবন্দি করে সেনাবাহিনী। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। পরবর্তীতে চাপের মুখে নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মুক্তি দেওয়া হয়। সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের গতি বাড়ছে। পূর্ণাঙ্গ বেসামরিক সরকারের দাবিতে অভ্যুত্থানের পর থেকেই রাজপথে বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারীরা। শনিবারও রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে সেনা শাসনের বিরুদ্ধে অবস্থান নেন অনেকে। এদিন একটি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার পেছনে অজ্ঞাত হামলাকারীদের দায়ী করছে প্রশাসন। এর মধ্যে রবিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে বেসামরিক সরকার সমর্থিতরা। পরিস্থিতি এমন চলতে থাকলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিবাদকারীদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়ন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন