যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেকের মাধ্যমে সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় বোর্ড চেয়ারম্যান-সচিবের অপসারণের দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। এ দাবিতে রবিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে বোর্ড চেয়ারম্যান, সচিবসহ জড়িতদের প্রত্যাহার করা উচিৎ। এছাড়া চলতি মাসের মধ্যেই দুদকের তদন্ত কর্মকর্তা নিয়োগ ও জালিয়াতির টাকা উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি আবুল হোসেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ইসরারুল হক, বাসদ যশোর জেলা শাখার সদস্য শাহজাহান আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সদস্য কামাল হোসেন পলাশ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন