শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে কনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

এই সময়ের নন্দিত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা আগামী বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। যা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের সামনে। এশিয়াটিক ইভেন্ট আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে কনার পাশাপাশি আরো অনেক সঙ্গীতশিল্পীই সঙ্গীত পরিবেশন করবেন বলে জানিয়েছেন কনা। কনা বলেন,‘ এবারের বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি। জন্মের পর থেকে যেসব গান শুনে বড় হয়েছি, বেড়ে উঠেছি সেসব গানই গাইবো আমরা সবাই। গানগুলোর নতুন করে সঙ্গীতায়োজন করছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার দাদা। এরইমধ্যে আমরা রিহার্সেলেও অংশ নিয়েছি। আমরা এই অনুষ্ঠানটি নিয়ে ভীষণ উচ্ছসিত। আশা করছি একটি চমৎকার অনুষ্ঠান হবে বিজয় দিবসের বিশেষ এই অনুষ্ঠানটি।’ কনা জানান, চল চল চল, আমি কোথায় পাবো তারেসহ আরো বেশিকিছু গান বিজয় দিবসের বিশেষ এই অনুষ্ঠানে শিল্পীরা পরিবেশন করবেন। এদিকে আগামী ২৫ নভেম্বর রাজধানীর মিরপুর ক্যান্টনম্যান্টে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করবেন কনা ও ইমরান। একটি স্টেজ শো’তে পারফর্ম করবেন কনা। স্টেজ শো’র পাশাপাশি তিনি নিয়মিত মৌলিক গান, সিনেমার গান ও জিঙ্গেলেও ভয়েজ দিচ্ছেন। এসব নিয়ে তার নিয়মিত ব্যস্ততা রয়েছে। কিছুদিন আগে কনা ও ইমরানের কন্ঠে প্রকাশিত হয়েছে রবীন্দ্র সঙ্গীত ‘আমারো পরাণো যাহা চায়’ গানটি। এছাড়া ইউটিউবে এরইমধ্যে প্রকাশিত হয়েছে কনার নতুন গান ‘ফিরে যেতে চাই আমি’ গানটির মিউজিক ভিডিও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন