বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্বামীকে ছাড়া প্রথমবার বিয়েবার্ষিকী রানি এলিজাবেথের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১০:৫৪ এএম | আপডেট : ১১:০০ এএম, ২২ নভেম্বর, ২০২১


গত সত্তর বছরের দাম্পত্য জীবন শেষে এবারই প্রথম প্রিয় স্বামীকে ছাড়া বিয়েবার্ষিকী পালন করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গত শনিবার ছিল তাদের ৭৪তম বিয়েবার্ষিকী। তবে এবার রাজপ্রাসাদে রানির বিয়েবার্ষিকীতে ছিল না কোনো আনন্দ আয়োজন। তার পরিবর্তে রোববার বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে ৯৯ বছর বয়সে মারা যান প্রিন্স ফিলিপ।
১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণের পর ২০১৭ সালের আগস্টে অবসর নেওয়ার আগ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।
রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন।
১৯২১ সালে জন্মগ্রহণ করেন প্রিন্স ফিলিপ। ১৯৪৭ সালে রাজকন্যা দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করেছিলেন প্রিন্স ফিলিপ। রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ঘরে চার সন্তানসহ আট নাতি-নাতনি রয়েছেন। রানি এলিজাবেথের বয়স এখন ৯৫ বছর।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন