শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বিশ্বের প্রায় প্রতিটা দেশেই শিক্ষার্থীদের দেওয়া হয় নানাবিধ সুযোগ-সুবিধা, যাতে তারা শিক্ষাজীবন শেষ করে দেশের হাল ধরতে পারে। এই সুযোগ-সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো শিক্ষার্থীদের যাতায়াত খরচের অর্ধেক দিয়ে গণপরিবহনে চলাচল করার সুযোগ বা হাফ পাস। গণপরিবহনের হাফ পাস শিক্ষার্থীদের কোনো অন্যায় আবদার নয়, বরং এটা তাদের অধিকার। বাংলাদেশে অনেক আগে থেকে বেসরকারি গণপরিবহনে হাফপাস চালু থাকলেও হাফ ভাড়া দিতে গেলে অনেক সময় বাকবিতণ্ডা হয়। এমনকি হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটে। সম্প্রতি তেলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহনের ভাড়াও বৃদ্ধি পায়। যে কারণে গণপরিবহনে শিক্ষার্থীদের থেকে অর্ধেক ভাড়া নিতে অস্বীকৃতি জানাচ্ছে পরিবহন শ্রমিকরা, এমনকি শিক্ষার্থী দেখলে দরজা বন্ধ করে দেয়। তাই যারা শিক্ষার্থীদের এই অধিকার ক্ষুণ্ন করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। লোকাল অনেক গণপরিবহন নিজেদের সিটিং বাস দাবি করে অতিরিক্ত ভাড়া আদায় করে এমনকি অনেক সিএনজিচালিত বাসে তেল ব্যবহার না করা হলেও অতিরিক্ত ভাড়া দাবি করে। তাদের চিহ্নিত করেও ন্যায্য ভাড়া নিশ্চিত করতে হবে। সর্বোপরি শিক্ষার্থীবান্ধব যাতায়াত ব্যবস্থা চালু করতে হবে।

শেখ শাহরিয়ার হোসেন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন