শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ধোলাইপাড় ডাম্পিং হাউজ স্থাপন হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর ধোলাইপাড়ে পুকুর ভরাট করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডাম্পিং হাউজ ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারওয়ার পায়েল।
তিনি আরও জানান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) এ বিষয়ে একটি রিট করে। প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পুকুর ভরাট করে ডিএসসিসির সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ প্রকল্প কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, সংরক্ষণ করা ও রক্ষণাবেক্ষণ করার নির্দেশ কেন দেয়া হবে না জানতে চাওয়া হয়েছে সেটিও। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন