শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সমাবেশ

স্কুলছাত্রী জাকিয়াকে হত্যা চেষ্টা

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
বোচাগঞ্জে বখাটে যুবক কর্তৃক নির্মমভাবে আহত স্কুলছাত্রী জাকিয়া সুলতানা (১৩)-এর সুচিকিৎসা, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বখাটে যুবক কর্তৃক নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনামূলক সমাবেশ বোচাগঞ্জের সেতাবগঞ্জ সরকারি কলেজ, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা, সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়। সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুরের নেতৃত্বে উক্ত সমাবেশগুলোতে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহনয়াজ, সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ রায়, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী স্কুলের কেজি শাখার অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, সেতাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি মোঃ মাহবুব আলম প্রমুখ। সভায় বক্তারা সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর ৮ম শ্রেণীর ছাত্রী জাকিয়া সুলতানাকে কুপিয়ে হত্যা চেষ্টার সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধী ইব্রাহিমের দৃষ্টন্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এছাড়া  প্রায় ৪৩ দিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জালরে চিকিৎসাধীন জাকিয়া সুলতানার সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য সমাজের বিত্তবান মানুষ, স্কুল কলেজের ছাত্র ও শিক্ষকসহ সর্বস্তরের পেশাজীবী মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান হয়। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সেতাবগঞ্জ পৌর শহরের লেবার লাইন পাড়ার একটি ভাড়াটে বাসায় প্রেমে ব্যর্থ হয়ে  সেতাবগঞ্জ মিল রোড এলাকার মৃত কফিল উদ্দিনের পুত্র বখাটে যুবক ইব্রাহিম (২২) কর্তৃক স্কুলছাত্রী জাকিয়া সুলতানা (১৩)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আহত করে। ঘাতক ইব্রাহিম বর্তমানে জেল হাজতে আছে।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন