শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কোভিড সংক্রমণ রোধে বুস্টার ডোজের কার্যকারিতার প্রমাণ নেই’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

কেন্দ্রের শীর্ষ বিশেষজ্ঞ প্যানেল টিকাদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আর কয়েকদিনে বৈঠকে বসতে চলেছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রধান ড. বলরাম ভার্গব দাবি করলেন যে করোনাভাইরাস রোধে বুস্টার ভ্যাকসিন ডোজের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এই বিষয়ে আইসিএমআর-এর ডিজি বলেন, ভারতসহ গোটা বিশ্বের সমস্ত প্রাপ্তবয়স্ক জনসংখ্যাকে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করাই এখন সরকারের অগ্রাধিকার।
আইসিএমআর প্রধান বলেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে বুস্টার ভ্যাকসিনের ডোজ দেওয়ার প্রয়োজনীয়তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বর্ষীয়ান বিজ্ঞানীর মন্তব্য সাম্প্রতিক এমন এক সময়ে এল যখন আর কয়েকদিনের মধ্যেই ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন বৈঠকে বসতে চলেছে। টিকাদান সংক্রান্ত কেন্দ্রের শীর্ষ বিশেষজ্ঞ এই প্যানেল বৈঠকে বুস্টার শটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে বলে জানা গিয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে এই বৈঠক হতে পারে। শিশুদের জন্য টিকাকরণ চালুর বিষয়টিও এই বৈঠকে আলোচিত হতে পারে বলে জানা গিয়েছে। সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় সরকারকে বুস্টার ডোজের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এর জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডভিয়া বলেন, ‘কেন্দ্র এ বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যখন আইসিএমআর বলবে যে, একটি বুস্টার শট দেওয়া উচিত, তখন আমরা এ বিষয়টি বিবেচনা করে দেখব। বর্তমানে আমাদের মূল লক্ষ্য দেশের জনগণের সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন করা। এটি হয়ে গেলে, বুস্টারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের কাছে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন