শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিলারি-ট্রাম্পের হয়ে টুইট করছে রোবট

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালিত এক গবেষণায় দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী অটোমাটেড সফটওয়্যার ব্যবহার করে টুইট করছেন। তবে এক্ষেত্রে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। গবেষকরা দেখেছেন, হিলারি ক্লিনটন যখন একটি টুইট করেন, ট্রাম্প করেন চারটিরও বেশি। অর্থাৎ ট্রাম্পের টুইট হিলারির চার গুণ। প্রেসিডেন্সিয়াল ডিবেটের প্রথম পর্ব থেকেই ট্রাম্প ও হিলারি টুইটারে প্রতিযোগিতায় নেমে পড়েছেন। কিন্তু দুইজনেই এক্ষেত্রে সাহায্য নিয়েছেন রোবটের। অটোম্যাটিক অ্যাকাউন্ট থেকে অনেক টুইট করা হয়েছে দু’জনের সমর্থনে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ হাওয়ার্ড এই গবেষণাটি পরিচালনা করেছেন। তার গবেষণার বিষয় কম্পিউটেশনাল প্রোপাগান্ডা অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে প্রচারণা। গবেষণায় বলা হয়েছে, এই রোবট টুইট রিপাবলিকানদের সমর্থন বাড়াতে সহযোগিতা করছে। গবেষণা প্রতিবেদকরা বলছেন, এই সফটওয়্যারের জনমতে পরিবর্তন আনার ক্ষমতা আছে, কেননা অটোম্যাটিক হলেও জনমতের ভিত্তিতে, রাজনৈতিক মতামত বিশ্লেষণের মাধ্যমে এই টুইটগুলো করা হয়। তবে এক সমালোচক বলেছেন, এটা বলা খুবই মুশকিল যে কোন টুইটার অ্যাকাউন্টটি আসল আর কোনটি ওয়েব রোবট। দুই প্রার্থীর মধ্যে প্রথম বির্তক হয়েছিল ২৬ সেপ্টেম্বর। সেদিন থেকে টানা চার দিনের টুইট সংগ্রহ করেছেন গবেষকরা। আর এসব টুইটে কী কী হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, সেগুলোর তালিকা তৈরি করেছেন। ডয়েচে ভেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন