বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কুমিল্লায় খুনের রহস্য দ্রুতই উদ্ঘাটন

সমঝোতা স্মারক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

কুমিল্লায় কাউন্সিলরকে গুলি করে খুনের রহস্য দ্রুত উদঘাটন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার বিটিআরসিতে এনটিএমসি ও বিটিআরসির মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত সোমবার কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাদের মৃত্যু হয়।


প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকান্ডে জড়িতদের ধরতে আমাদের পুলিশ বাহিনী চেষ্টা করছে। আশা করি আমরা খুব শীঘ্রই সমস্ত কিছুর রহস্য উদঘাটন করতে পারবো। গভীর রাতে কুমিল্লায় একটি ছেলে কোরআন শরীফ নিয়ে কী ধরনের একটা কাণ্ড ঘটিয়েছিল, তার উদ্দেশ্য কী ছিল সেটাও আমরা বের করে নিয়ে এসেছি। সেটা শনাক্ত হতো না যদি আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার না করতাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন