শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুক্তির অনুমতি পেলো নিরব-মিথিলার ‘অমানুষ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৩:৫৯ পিএম

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’। রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা এটি। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। প্রথম দফায় কিছু ত্রুটি ধরা পড়ায় পরিচালক অনন্য মামুন কিছু সংশোধন এনে পুনরায় সিনেমাটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেন। দ্বিতীয়বারে সেন্সর পাস হতে সমস্যা হয়নি ‘অমানুষ’- এর। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন নিজেই।

অনন্য মামুন বলেন, ‘‘অমানুষ’ সিনেমায় কিছু সংশোধনী ছিল, সেটা করে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। অবশেষে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে জেনে ভালো লাগছে।’’ তিনি আরও বলেন, ‘এটি আমার পরিচালিত ১৬তম সিনেমা। আগামী ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। মুক্তির ডেট ফাঁকা পেলে অবশ্যই আগামী মাসে মুক্তি পাবে সিনেমাটি।’

জানা গেছে, এই সিনেমায় স্থান পাওয়া একটি রবীন্দ্রসংগীতে ‘আপত্তি’ থাকায় সেটা বাদ দিতে বলেছেন বোর্ডের সদস্যরা।

সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় আছেন নায়ক নিরব। চলতি বছর ১ এপ্রিল বান্দরবানে ‘অমানুষ’র শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে শুটিং সম্পন্ন হয় ঢাকায়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা। বিশেষ এই সিনেমার জন্য নিরবকে বাস্তবেও লুক বদলাতে হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ, চরিত্রটি ডাকাত কিংবা অমানুষের।

নিরব-মিথিলা দুজনেই জানান, জঙ্গলে অমানুষ’র শুটিং করেছেন প্রতিকূল পরিবেশে। কাজটি করতে তাদের চেষ্টার কমতি ছিল না। অপেক্ষায় আছেন দর্শক কীভাবে তাদের এই কাজটি গ্রহণ করেন।

সিনেমাটিতে মিথিলা-নিরব ছাড়া আরও অভিনয় করেছেন-নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন