মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে পৌর কর্মচারীদের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৭:১৮ পিএম

অবিলম্বে যশোর পৌরসভার বেতন ভাতা সংক্রান্ত নতুন আইন বাতিল করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত করণের জোর দাবি জানান পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সংগঠনের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে এ দাবি জানান তারা। বেলুন ও কবুতর উড়িয়ে যশোর পৌরসভা ও যশোর জেলা কমিটি আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ সময় যশোর পৌরসভা থেকে একটি র‌্যালি যশোর শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

সংগঠনের খুলনা বিভাগীয় কমিটির আহবায়ক মুস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলীম মোল্লা, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সাত্তারসহ নেতৃবৃন্দ।
সম্মেলনে খুলনা বিভাগের সকল পৌরসভার কমকর্তা-কর্মচারী ছাড়াও বেশ কয়েকজন পৌর মেয়র অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন