শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

হিজরাদের চাঁদাবাজি বন্ধ হোক

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

শিক্ষা নগরী ময়মনসিংহের প্রাণকেন্দ্র ব্রিজ মোড়ে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাস্তায় বের হলেই এদের অপকর্মগুলো চোখে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী কেউ পাড় পায় না তাদের হাত থেকে। ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ স্থান ব্রিজ মোড়, ত্রিশাল বাসট্যান্ডে পথচারীদের আটকিয়ে ব্ল্যাকমেইল করে আদায় করা হয় টাকা। এছাড়া বিভিন্ন রুটে বাস-ট্রেনের যাত্রীদের কাছ থেকে প্রকাশ্যে চলে চাঁদা আদায়। টাকা না দিলে চলে অশালীন অঙ্গভঙ্গি আর অশ্লীল ভাষায় গালমন্দ। অনেকে আত্মসম্মানের ভয়ে চাঁদা দিতে বাধ্য হয়। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। প্রয়োজনে তৃতীয় লিঙ্গের এসব জনগোষ্ঠীকে মূল ধারায় আনতে সরকারিভাবে পদক্ষেপ নিন। এতে একদিকে সাধারণ মানুষ যেমন রেহাই পাবে হিজরাও ফিরে পাবে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন।

ইমরান হোসাইন
ময়মনসিংহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন