রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ০২ রবিউল সানী ১৪৪৬ হিজরী

খেলাধুলা

আবাহনীতে খেলতে ঢাকায় কলিনন্দ্রেস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৮:০৮ পিএম

দেশের ঘরোয়া ফুটবলে এক মৌসুম আগে মাঠ মাতিয়েছেন রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনন্দ্রেস। ওই মৌসুমে তিনি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পক্ষে খেলে মাঠ কাঁপিয়েছেন। আসন্ন মৌসুমে কলিনন্দ্রেসকে দেখা যাবে ঢাকা আবাহনী লিমিটেডের জার্সি গায়ে খেলতে। নতুন মৌসুমকে সামনে রেখে আগের চেয়ে শক্তিশালী দল গড়েছে আবাহনী। স্থানীয় তরুণ খেলোয়াড়ের সঙ্গে এবার ভালোমানের বিদেশিও দলে ভিড়িয়েছে তারা। চমক হিসেবে আগেই আবাহনী জানিয়েছিল কলিনন্দ্রেসকে দলে নেয়ার কথা। আনুষ্ঠানিকতা সারতে বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন ড্যানিয়েল কলিনন্দ্রেস। এদিন ছিল দলবদল কার্যক্রমের শেষ দিন। তাই কাল কলিনন্দ্রেসকে সঙ্গে নিয়েই খেলোয়াড় নিবন্ধন করতে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসেন আবাহনীর কর্মকর্তারা। দলবদল কার্যক্রম শেষে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন,‘আমরা সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গঠন করি। এবারও এর ব্যতিক্রম নয়। নতুন মৌসুমে ভালো ফল পেতে আমরা শক্তিশালী দলই গড়েছি। আমার দলের শক্তি বাড়াতে এবার আবাহনীতে যোগ দিয়েছেন রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনন্দ্রেস। দলে দুই ব্রাজিলিয়ান ও এক ইরানি খেলোয়াড়ও আছেন। আশা করছি আসন্ন মৌসুমে টুর্নামেন্ট ও লিগে আমার দল সাফল্য পাবে।’

কলিনন্দ্রেস এক মৌসুম আগে বসুন্ধরা কিংসের হয়ে খেলে ২৯ ম্যাচ করেছিলেন ১৪ গোল। সর্বশেষ নিজ দেশে দেপোর্তিভো সাপরিসার হয়ে ৩৭ ম্যাচে করেন ৯ গোল। এছাড়া কোস্টারিকা জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে তার। এবার ঢাকা আবাহনীর হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় আছেন রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার এই তারকা ফরোয়ার্ড ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন