শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জার্মানীতে কোভিডে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

জার্মানীতে করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত এক লাখেরও বেশি লোক কোভিড- ১৯ এ মারা গেছে। বৃহস্পতিবার দেশটির জনস্বাস্থ্য সংস্থা এক ঘোষণায় এ কথা বলেছে। জার্মানীতে সম্পতি করোনার সংক্রমণ বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৫১ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ একশ ১৯ জনে। রবার্ট কোচ ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে অ্যাঙ্গেলা মার্কেলের কাছ থেকে দায়িত্ব নিতে যাওয়া নতুন জোট সরকারের সামনে আসন্ন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্বাস্থ্য সংকট মোকাবেলা। করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারনে দেশটির হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রসমূহ রোগীতে ভরে গেছে। কিছু হাসপাতালে ধারন ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জার্মানী গত সপ্তাহে করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে। দেশটিতে করোনার চতুর্থ ঢেউয়ের জন্যে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় টিকা দেয়ার নিম্নহারকে দায়ী করা হচ্ছে। জার্মানীতে প্রায় ৬৯ শতাংশ লোককে টিকার আওতায় নেয়া হয়েছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন